ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

প্রাইম ব্যাংকের ‘বার্ষিক রিস্ক কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:৩৭ এএম

প্রাইম ব্যাংক পিএলসির আয়োজনে ‘বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী কনফারেন্স হলে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (উঙঝ) পরিচালক এ এন এম মইনুল কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ প্রো-অ্যাকটিভ রিস্ক কালচার গড়ে তুলতে এবং নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।