সালাহর ১০০তম গোলের কীর্তি
জানুয়ারি ২৭, ২০২৫, ১১:২৯ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের হয়ে শততম গোল পেলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। গাকপোর জোড়া গোল ও সালাহর নৈপুণ্যে লিভারপুল ৪-১ গোলে হারায় লিগের রেলিগেশনের শঙ্কায় থাকা ইপসউইচকে। এ নিয়ে লিগে ২৩টি গোল করলেন সালাহ। অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারায় চেলসিকে। সিটির তারকা আর্নিং হল্যান্ডও গোল পেয়েছেন। লিগে টানা দুই...