শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:১০ পিএম

সালাহর চোখে ম্যারাডোনা না মেসি সেরা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:১০ পিএম

সালাহর চোখে ম্যারাডোনা না মেসি সেরা?

মোহাম্মদ সালাহ। ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে স্বপ্নের এক মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টের তালিকায় শীর্ষে অবস্থান করছেন এই মিশরীয় তারকা।

 সম্প্রতি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন তিনি।

লিভারপুলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত সালাহর ব্যক্তিগত পছন্দের সেরা বাঁ পায়ের ফুটবলার কে? ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর সাথে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি।

দীর্ঘ বিচার-বিশ্লেষণের পর সালাহর উত্তর গিয়ে ঠেকে লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের মাঝে।

সাক্ষাৎকারে বাঁ পায়ের সেরা খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়ায় সালাহর সামনে প্রথমে রায়ান গিগস ও হামেস রদ্রিগেজের নাম রাখা হলে তিনি ওয়েলস কিংবদন্তি গিগসকে বেছে নেন।

এরপর রিয়াদ মাহরেজের সাথে তুলনাতেও গিগসকেই এগিয়ে রাখেন সালাহ।

তবে পরবর্তী ধাপে গিগস ও আনহেল দি মারিয়ার মধ্যে আর্জেন্টাইন তারকা দি মারিয়াকে নির্বাচন করেন সালাহ।

গ্যারেথ বেল, মেসুত ওজিল এবং আরিয়েন রোবেনের চেয়েও দি মারিয়াকেই সেরা হিসেবে বিবেচনা করেন তিনি।

আঁতোয়ান গ্রিজমান ও দি মারিয়ার মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে সালাহর ভোট পান ফরাসি তারকা গ্রিজমান। বুলগেরিয়ার কিংবদন্তি রিস্টো স্টইয়চকভের চেয়েও গ্রিজমানকে এগিয়ে রাখেন তিনি।

তবে ব্রাজিলের কিংবদন্তি রিভালদোর তুলনায় গ্রিজমানকে পিছিয়ে রাখেন সালাহ।

রিভালদোর সাথে ডিয়েগো ম্যারাডোনার তুলনা এলে আর্জেন্টাইন কিংবদন্তিকেই এগিয়ে রাখেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপরই আসে মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ।

বাঁ পায়ের সেরা ফুটবলার হিসেবে হাসতে হাসতে সালাহর উত্তর, ‘মেসি।’

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর মধ্যে সেরা কে? এই মজার প্রশ্নের উত্তরে সালাহ আর্জেন্টাইন কিংবদন্তিকেই বেছে নেন, অকপটে বলেন, ‘মেসিই আমার পছন্দ।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহাম্মদ সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করার পাশাপাশি ২৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। প্রিমিয়ার লিগে করেছেন ২৮ গোল এবং ১৮টি অ্যাসিস্ট।

প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে অন্তত ৪৫টির বেশি গোলে সরাসরি অবদান রাখার অনন্য কীর্তি গড়েছেন সালাহ।

শুধু তাই নয়, এই মৌসুমে লিওনেল মেসির একটি রেকর্ডও ছুঁয়েছেন তিনি। চলতি মৌসুমে ১১টি ম্যাচে গোল করা এবং করানো – দুটি কাজই করেছেন সালাহ, যা এর আগে ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন মেসি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!