শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১১:২৯ এএম

সালাহর ১০০তম গোলের কীর্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১১:২৯ এএম

সালাহর ১০০তম গোলের কীর্তি

মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের হয়ে শততম গোল পেলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। গাকপোর জোড়া গোল ও সালাহর নৈপুণ্যে লিভারপুল ৪-১ গোলে হারায় লিগের রেলিগেশনের শঙ্কায় থাকা ইপসউইচকে। 

এ নিয়ে লিগে ২৩টি গোল করলেন সালাহ। অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারায় চেলসিকে। সিটির তারকা আর্নিং হল্যান্ডও গোল পেয়েছেন। 

লিগে টানা দুই ম্যাচে ড্রয়ের পর আবার ছুটছে লিভারপুলের জয়রথ। ঘরের মাঠ অ্যানফিল্ডে ইপসউইচকে রীতিমতো উড়িয়ে দিল তারা। খেলার ১১ মিনিটে ডমিনিক সোবোসলাই গোলের সূচনা করেন।

 এরপর ৩৫ মিনিটে সালাহ একটি এবং ৪৪ ও ৬৫টি মিনিটে গাকপো জোড়া গোল করেন। এই জয়ে ২২ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের অর্জন সর্বোচ্চ ৫৩ পয়েন্ট। লিগের অপর ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিন মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল চেলসি। 

এরপর গাভারদিওল, হল্যান্ড ও ফোডেনের গোলে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এই জয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে এসেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৩ ম্যাচ শেষে সিটির অর্জন ৪১ পয়েন্ট। টেবিলের ৬ নম্বরে নেমে যাওয়া চেলসির অর্জন ৪০ পয়েন্ট। 

অন্য ম্যাচে আর্সেনাল ১-০ গোলে জিতেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। তাদের অর্জন ৪৭ পয়েন্ট। অ্যানফিল্ডে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে ইপসউইচকে চেপে ধরা লিভারপুল এগিয়ে যায় ১১ মিনিটে। ইব্রাহিমা কোনাতের রক্ষণচেরা পাস পেয়ে এগিয়ে আসা ডিফেন্ডারকে এড়িয়ে কিছুটা এগিয়ে যান সোবোসলাই। 

কেউ বাধা দেওয়ার আগেই ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে তিনি খুঁজে নেন জাল। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ডাচ ফরোয়ার্ড গাকপোর ক্রসে লাফিয়েও বলের নাগাল পাননি সোবোসলাই। দূরের পোস্টে বল পেয়ে যান অরক্ষিত সালাহ। 

গতিময় শটে ইপসউইচ গোলরক্ষক ক্রিস্টিয়ান ওয়াল্টনকে পরাস্ত করেন তিনি। মিশরের অভিজ্ঞ স্ট্রাইকারের এটি শততম গোল। প্রিমিয়ার লিগের চলতি আসরে তার গোল হলো ১৯টি। ৪৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন গাকপো। 

রায়ান খাফেনবেখের ক্রসে সোবোসলাইয়ের শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান ওয়াল্টন। খুব কাছ থেকে ফিরতি বল জালে পাঠান গাকপো। বিরতির পরও একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। 

ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রসে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন গাকপো। ৯০ মিনিটে ব্যবধান কমান জ্যাকস গ্রেভস। কর্নার থেকে হুলিও এনসিসোর ক্রসে জোরাল হেডে জাল খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার। 

অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে ৪৩ মিনিটে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। একজন বেশি থাকার সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। জোয়াও গোমেজের দ্বিতীয় হলুদ কার্ডে তারাও ৭০ মিনিটে পরিণত হয় ১০ জনের দলে। 

এর চার মিনিট পর আর্সেনালকে এগিয়ে নেন কালাফিওরি। বাঁ দিক থেকে বাঁ পায়ের গতিময় শটে বল জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার। কঠিন লড়াইয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে কোচ মিকেল আর্তেতার দল। 

এদিকে, অভিষিক্ত ডিফেন্ডারের ভুলে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই সমতা ফেরাল কোচ পেপ গার্র্দিওলার দল। দ্বিতীয়ার্ধে চেলসির জালে আরও দুটি গোল করে ইংলিশ চ্যাম্পিয়নরা পেল দারুণ জয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!