পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান দল দ্রুত উইকেট হারাতে থাকে। মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানোর পর পাকিস্তান শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮৬ রান করে অলআউট হয়।
দলের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন।
৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুর দিকে দুই ওপেনার হারানোর ফলে বাংলাদেশের খেলোয়াড়রা চাপে পড়ে। তবে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের তৃতীয় উইকেট জুটি দলকে পুনরায় স্বস্তি এনে দেয়।
সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে আউট হলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।


