ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে জার্মানির ম্যাচ সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৫৪ পিএম
জার্মানি জাতীয় ফুটবল দল। ছবি- সংগৃহীত

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় গড়াতে চলেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। শুক্রবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রুপপর্বের ড্র। একদিন পর শনিবার সূচি প্রকাশ করেছে ফিফা।

এদিকে, গ্রুপপর্বে নিজেদের সূচি পেয়েছে ইউরোপীয় পরাশক্তি জার্মানি। ‘ই’ গ্রুপে খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, আইভরি কোস্ট ও প্রথমবার বিশ্বকাপের টিকিট কাটা কুরাসাও।

ফিফার প্রকাশিত সূচি অনুযায়ী, জার্মানি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে জুনের ১৪ তারিখে কুরাসাওর বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। এরপর টরেন্টোতে আইভরি কোস্ট ও নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে গ্রুপপর্ব শেষ করবে তারা।

জার্মানির গ্রুপপর্বের ম্যাচসূচি (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী)

১৪ জুন: জার্মানি বনাম কুরাসাও – হিউস্টন (দুপুর ১টা)

২০ জুন: জার্মানি বনাম আইভরি কোস্ট – টরেন্টো (বিকেল ৪টা)

২৫ জুন: জার্মানি বনাম ইকুয়েডর – নিউ জার্সি (বিকেল ৪টা)