ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

নামিবিয়ার দায়িত্বে সাবেক বিশ্বকাপ জয়ী কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৪০ পিএম
গ্যারি কারস্টেন। ছবি- সংগৃহীত

নামিবিয়া ক্রিকেটে নতুন উদ্যম এবং অভিজ্ঞতার সংযোজন হতে যাচ্ছে। ভারতের ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী এবং দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্যারি কারস্টেন এবার নামিবিয়ার পুরুষ ক্রিকেট দলের পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

নামিবিয়ার প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন কারস্টেন। মূল লক্ষ্য আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি আরও দৃঢ় ও কার্যকর করা।

ক্রিকেট নামিবিয়ার সঙ্গে কাজের সুযোগকে ‘বিশেষ’ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন কারস্টেন। তিনি বলেন, ভালো মানের ক্রিকেট পরিবেশ গড়ে তুলতে তাদের নিবেদন ও দৃঢ়তা আমাকে ব্যাপকভাবে মুগ্ধ করেছে।

নতুন অত্যাধুনিক স্টেডিয়ামই প্রমাণ করে, তারা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে কতটা প্রস্তুত। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে তাদের আরও শক্তিশালী করতে মুখিয়ে আছি।

২০০৪ সালে অবসরের পর কোচিংয়ে মনোনিবেশ করা কারস্টেন ২০০৭ সালে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার কোচিংয়ে ২০১১ সালে ভারত ওয়ানডে বিশ্বকাপ জয়ী হয়।

পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বিভিন্ন টি-২০ ফ্র্যাঞ্চাইজি দলে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে অল্পদিনের কোচিং অভিজ্ঞতাও রয়েছে তার।

উল্লেখযোগ্য, নামিবিয়া ২০২১, ২০২২ ও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের অংশগ্রহণ করেছে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে তারা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজনকারী দেশগুলোর মধ্যে অন্যতম।