গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বোর্ড বাজার এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত হাসান (১৬) চাঁদপুর জেলা সদরের বিশ্বনন্দী এলাকার কবির হোসেনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চোর সন্দেহে হাসানকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে আহত অবস্থায় হাসানকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উত্তরা আরএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ‘কিশোর হাসানের মরদেহ গাজীপুরের বোর্ড বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় জনতা হাসান হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মরদেহ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে গাছা থানার পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে স্বজন ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’