হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে খেলার পর ঢাকায় ফিরলেও দেশের ক্লাব ফুটবলে খেলছেন না যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান আহমেদ।
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলা এই ডিফেন্ডার আজই ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ক্লাব ফুটবলে না খেলার মূল কারণ হিসেবে সামনে এসেছে তার পড়াশোনা।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ শেষে হামজা চৌধুরী, সামিত সোম, ফাহমিদুল ইসলামদের মতো তারকারা ভিন্ন ফ্লাইটে গেলেও জায়ান আহমেদ ফিরেছিলেন ফুটবল দলের সঙ্গে ঢাকায়।
এর পরপরই গুঞ্জন ওঠে, তিনি দেশের ক্লাব ফুটবলে খেলবেন। শোনা যাচ্ছিল বসুন্ধরা কিংসের জার্সি গায়ে তাকে দেখা যেতে পারে। মোহামেডানের পক্ষ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা যায়।
তবে এই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন জায়ান। তার বাবা শরিফ আহমেদ জানান, আমরা এক সঙ্গে চলে যাচ্ছি। আগেই চলে যেতাম। পারিবারিক অনুষ্ঠান রয়েছে। থাকতেই হবে। তাই ঢাকায় ফিরেছিল জায়ান।
দেশের কোনো ক্লাবেই জায়ানের খেলার খবর নাকচ করে দিয়েছেন তার বাবা। তিনি মোহামেডানের আমন্ত্রণের খবর অস্বীকার করে বলেন, না না। মোহামেডানের সঙ্গে আমার কথা হয়নি।
এমনি অন্যভাবে দুই একটু কথা হয়েছিল। কিন্তু সেগুলো কনক্রিট কোনো কথা না। জায়ানকে মোহামেডানে খেলার কোনো আমন্ত্রণ পাইনি আমরা। বসুন্ধরা কিংসে খেলার বিষয়টিও তিনি নাকচ করে দেন।
মাসিক ১ লাখ টাকা বেতনের মোহামেডানের অফার প্রসঙ্গে শরিফ আহমেদ বলেন, আমার সঙ্গে নকিবের কথা হয়েছে। কিন্তু এরকম কিছু না।
শরিফ আহমেদ আরও জানান, এখন পড়াশোনাতেই পুরো মনোযোগ দেবেন জায়ান। তিনি বলেন, ওর আর এক বছর পড়াশুনা রয়েছে। সেগুলো কমপ্লিট করতে হবে। আগে পড়াশুনা, পরে খেলা।