হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে গুরুত্বসহকারে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার এই ঘটনায় বিমানবন্দরটির কার্যক্রমে সাময়িক অচলাবস্থা সৃষ্টি হলে বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যম তা দ্রুত প্রকাশ করে।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলির মধ্যে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, এবং দ্য ইকোনমিক টাইমস এই অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ পরিবেশন করে।
এছাড়া, ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, চায়না সিনহুয়া নিউজ এজেন্সি এবং আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, নিরাপত্তার কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এছাড়াও সৌদি আরবের আল আরাবিয়াসহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোও এই ঘটনায় মনোযোগ দিয়েছে।
সংবাদমাধ্যমগুলো বিশেষত কার্গো ভিলেজে আগুনের তীব্রতা, নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িক স্থগিত হওয়া এবং ঢাকাগামী ফ্লাইটগুলো সিলেট ও চট্টগ্রামে সরিয়ে নেওয়ার বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে।