ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৩৯ পিএম
ছবি- সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে অলআউটের শিকার হয় টাইগাররা।

আজ শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাহী হোপ।

টস হেরে বাংলাদেশের হয়ে এদিন ব্যাট হাতে ওপেন করতে আসে সাইফ হাসান ও সৌম্য সরকার। ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। অনেকদির পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকারও ব্যাট হাতে ব্যর্থ হয় এদিন। ব্যাক্তিগত ৬ বলে ৪ রান করে করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরে এই বাঁহাতি ওপেনার।

পরপর উইকেট হারিয়ে দল যখন চাপে পড়েছে, তখন ব্যাট হাতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুই টাগার ব্যাটার শান্ত ও তাওহীদ হৃদয়।

দলীয় ৭৯ রানের মাথায় শান্ত আউট হয়ে সাজঘরে ফেরলে আরও কমে রানের চাকা। শান্ত আউট হলে হৃদয় ও অঙ্কনের টেস্ট মেজাজের ব্যাটে ভর করে দলীয় ৩০ ওভারে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১০০ রান।

দলীয় ১১৫ রানের মাথায় ব্যক্তিগত ৯০ বলে ৫১ রান করে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরে তাওহীদ হৃদয়। হৃদয়ের পর একে একে ফেরে অঙ্কন, মিরাজ ও সোহান।

স্কোরবোর্ডে ১৮২ রান যোগ করতেই সাজঘরে ফেরে যায় বাংলাদেশের ৭ ব্যাটার। একসময় মনে হয়েছিল ২০০ রানও পার করতে পারবে না বাংলাদেশ। শেষদিকে রিশাদ ও তানভীরের ব্যাটে ভর করে ৪৯.৪ বলে ১০ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে মেহেদী মিরাজের দল।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৬৩ বলে ৩২ রান করে নাজমুল হোসেন শান্ত, ৯০ বলে ৫১ রান করে হৃদয়, ৭৬ বলে ৪৬ রান করে অঙ্কন এবং ১৩ বলে ২৬ রান করে রিশাদ হোসেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেয় জেইডেন সিলস, ২টি করে উইকেট নেয় রোস্টন চেইস ও জাস্টিন গ্রেভস।