মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে মাত্র তিন দিনের ব্যবধানে নতুন সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ঘরের মাঠে তাদের সঙ্গী হলো এক অপ্রত্যাশিত দৃশ্য— প্রায় ফাঁকা গ্যালারি।
আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের এই সিরিজ শুরু হলো হতাশার আবহে।
মিরপুরের শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয়েছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাট করতে নামলেও গ্যালারির চিত্র ছিল হতাশাজনক।
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেন ‘খা খা’ করছে। অথচ এর আগে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দর্শকদের মাঝে প্রবল আগ্রহ দেখা গিয়েছিল।
এশিয়া কাপের ব্যর্থতা এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই বাংলাদেশ দল ও ক্রিকেটাররা তীব্র সমালোচনার মুখে পড়ে।
দেশে ফেরার পর বিমানবন্দরে ক্রিকেটারদের দুয়ো দেওয়া এবং পরিবারের সামনে হেনস্তা হওয়ার মতো ঘটনাও ঘটেছিল। এই ঘটনার পর থেকেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছিল— গ্যালারিতে কি সেই হতাশা বা ক্ষোভের ধারাবাহিকতা বজায় থাকবে?
ম্যাচের শুরু থেকেই গ্যালারির এই নীরবতা সেই শঙ্কাকেই যেন আরও প্রকট করে তুলছে।