ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

‘জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জনগণ থেকে ছিটকে গেছে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৪:০৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরস্থ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করছে। কিছু রাজনৈতিক দল সমঝোতায় গেছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি যায়নি। 

তিনি বলেন, ‘জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়া-পাওয়ার কোনো প্রতিফলন সেখানে ঘটেনি। আইনি ভিত্তি না থাকলে এটি জনগণের সঙ্গে প্রতারণা হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তারা আনুষ্ঠানিকতার জন্যই তা করেছে। তবে আমরা চাই, এই সনদ এখন আইনি ভিত্তি পাক।’