ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৪:১৭ পিএম
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন। ছবি - সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও আগুনের খবর পেয়ে দ্রুত  ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও ১১টি ইউনিট পথে রয়েছে।

এদিকে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায়, বিশেষ করে স্কাই ক্যাপিটাল অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর আড়াইটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে ইউনিট সংখ্যা বাড়িয়ে বর্তমানে ২৮টি ইউনিট সরাসরি কাজ করছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকে বিমানবন্দরের সব ফায়ার ও নিরাপত্তা ইউনিট তৎপর রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও এ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের কোনো ফ্লাইট অপারেশনে বিঘ্ন ঘটেনি। সব ফ্লাইট চলাচল  আপাতত বন্ধ রাখা হয়েছে। সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে।’