ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

উত্তরায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৪:৫২ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার চার নং সেক্টরের ১২ নম্বর রোডে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী শিপন জানান, সকালের দিকে উত্তরার চার নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। তার পরনে ছিল একটি জিন্স প্যান্ট।