ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মানিক মিয়া এভিনিউতে সংঘর্ষ, আহত ৩৬

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১০:০৫ পিএম
ছবি- সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।

‎শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

আহতরা হলেন-  আতিকুল গাজী, মো. শরিফুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. আজিজুল হক, মোছা. সিনথিয়া মিম, মোছা. লাইলী আক্তার, মো. তানভীরুল ইসলাম, মো. হাবিব উল্লাহ, আরিফুল হক, ওমর ফারুক, শাফি উল্লাহ, কামরুল, মোহাম্মদ রাকিব, লিটন, মো. তানভীর, কামরুল, মোঃ দুলাল, মো. ইউনুছ, মোহাম্মদ মিজান, মো. সগির উদ্দিন, আল- আমিন, মোস্তাক বিল্লাহ, নুরুল হুদা, মো. সোলেমান স্বপন, মো. আদনান (২২), মো. সাইফুল ইসলাম (২৩), মো. এমরান হোসেন, মো. হাবিবুর রহমান, রফিক আহমেদ রুবেল,  গাজী অহিদুল হক, আবুল খায়ের, মো. রাকিব হাসান, নুরুল হুদা, আয়াস, মো. শাহাদাত হোসেন, মো. আমিনুল হক ও মো. আমিনুল ইসলাম।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সাব্বির আহমেদ জানান, সংসদ ভবন এলাকায়  জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসলে পুলিশের লাঠি চার্জ ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে অনেকেই আহত হয়। পরে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, আহত সবারই হাত,পা ও মাথায় আঘাত রয়েছে। 

‎বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ সন্ধ্যার পর থেকে শেরেবাংলা নগর এলাকার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়ে জরুরি বিভাগে আসেন। 

তিনি বলেন, আহতদের প্রত্যেকেরই হাতে, পায়ে, মাথায় সামান্য আঘাতের চিহ্ন আছে। ইতোমধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।