ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

চকবাজারে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৪:১৫ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর চকবাজার থানার চার রাস্তার মোড় এলাকায় একটি নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিংয়ে কাজ করার সময় হঠাৎ লোহার পাইপ পড়ে মো. রুবেল আহমেদ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ পড়ে গুরুতর আহত হয় রুবেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতলে নিয়ে আসা সহকর্মী মো. হৃদয় জানান, আমরা চকবাজার চার রাস্তার মোড় মোল্লার ডাস্টবিনের সামনে একটি দোতলা নির্মানাধীন ভবনের পাইলিংয়ে কাজ করছিলাম। এ সময় হঠাৎ রুবেলের উপরে একটি পাইপ পড়ে যায়। রুবেলের বাসা মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংক এলাকায়। তার বাবার নাম নূর শেখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।