ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব : হিরো আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১০:৪২ পিএম
হিরো আলম। ছবি- সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।’

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হিরো আলম একথা বলেন। 

হিরো আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। অনেকে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করলেও, কেউ কেউ এটিকে তার ‘জনপ্রিয়তা টিকিয়ে রাখার কৌশল’ হিসেবেও দেখছেন।

এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‘আমি আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে ব্যবহার করেছে। মিডিয়ার সামনে মিথ্যা বলেছে। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল স্টার হওয়া। তাই সংসার টিকেনি।’

বর্তমান অবস্থার বিষয়ে তিনি জানান, এখন নতুন কাজে মনোযোগ দিতে চান।

‘নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি, শিগগিরই মুক্তি পাবে। আরও কিছু সিনেমার কথাবার্তা চলছে,’ বলেন হিরো আলম।

অন্যদিকে, বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ আনেন রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, সংসার করার সময় হিরো আলম মিথিলা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান, যিনি পরবর্তীতে আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

এই অভিযোগ ও সম্পর্কের টানাপোড়েনে রিয়া মনি হিরো আলমকে তালাকনামা পাঠান। তালাকের কাগজ হাতে পেয়ে এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টাও করেন হিরো আলম, তবে ব্যর্থ হন। পরে বাধ্য হয়ে রিয়া মনির সঙ্গে সংসার চালিয়ে গেলেও, আলমের ‘চরিত্রগত পরিবর্তন হয়নি’ বলে দাবি করেন রিয়া মনি।

বর্তমানে এই দম্পতির দ্বন্দ্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে বিষয়টিকে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন বলে সমালোচনা করলেও, অন্যরা হিরো আলমের বিতর্কিত আচরণকে ‘নিজেকে আলোচনায় রাখার কৌশল’ হিসেবে দেখছেন।