ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেকের পর কাজ করেছেন বহু ব্যবসা সফল সিনেমায়। দেশের সিনেমার পাশাপাশি এই অভিনেতা তামিল সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশে ১৩৮টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অনেক বছর ধরে পর্দায় নেই এই নায়ক। বাংলাদেশের চলচ্চিত্রে যেদিন থেকে অশ্লিলতা ঢুকতে শুরু করে ঠিক সেই সময়টাতেই অনেকটা এই জগৎ থেকে নিজেকে গুটয়ে নিতে শুরু করেন তিনি। তবে বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়। দুই বছর আগেও তার অভিনীত সিনেমা শেখ আলাউদ্দিনের ‘প্রথম দেখা প্রথম প্রেম’ মুক্তি পায়।
চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় সম্প্রতি এই অভিনেতা বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড পেয়েছেন। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
এসময় অনুভূতি জানিয়ে শাকিল খান বলেন, ‘আমি খুবই আনন্দিত। কাজের স্বীকৃতি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও উৎসাহ দেয়। চলচ্চিত্রের মাধ্যমে অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। এখনও আমাকে দর্শকরা মনে রেখেছেন, তা বিভিন্ন জায়গায় গেলে টের পাই। সবার ভালোবাসা ও দোয়াতে আজকের অবস্থানে। আমাকে সম্মানিত করায় সিজেএফবিকে ধন্যবাদ জানাই।’
অভিনয় ছেড়ে বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত শাকিল খান। এর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন এই নায়ক। যেখানে দুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নিয়েও কাজ করছেন বলে জানান শাকিল খান।