ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

গিটারের জাদুকরকে হারানোর ৭ বছর

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১২:২৬ পিএম
আইয়ুব বাচ্চু। ছবি- সংগৃহীত

‘রুপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে; বহুদূরে’ এই গানের প্রতিটি শব্দ যেন আজও কানে বাজে! বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রয়াণের সাত বছর পূর্ণ হলো আজ (১৮ অক্টোবর)।

২০১৮ সালের এই দিনে সত্যিই বাস্তবে রূপ নেয় তার গানের সেই চিরচেনা লাইন। চিরবিদায় নেন বাংলাদেশের সংগীতের রুপালি গিটারের জাদুকর।

সেদিন ভোরে হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। খবরটি ছড়িয়ে পড়তেই সংগীতপ্রেমীরা অবিশ্বাসে হতভম্ব হয়ে পড়েন। অফিস, ক্যাম্পাস, কিংবা চায়ের দোকান সর্বত্রই উচ্চারিত হচ্ছিল একটাই কথা, ‘আইয়ুব বাচ্চু আর নেই।’

দেশজুড়ে ছড়িয়ে পড়ে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যায় কোটি ভক্তের অশ্রু ও শ্রদ্ধার বার্তায়। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত অসংখ্য মানুষ ছুটে গিয়েছিলেন প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে। সেই দিনটি এখনও ব্যান্ড সংগীতপ্রেমীদের হৃদয়ে এক গভীর দাগ হয়ে রয়ে গেছে।

মাত্র ৫৬ বছর বয়সে জীবনের যাত্রা শেষ হলেও তার সৃষ্টির ধারা অমর হয়ে আছে। ‘সেই তুমি’, ‘এক আকাশে তারা’, ‘ফেরারি মন’, ‘আমি বারো মাস’, ‘রুপালি গিটার’ এমন অসংখ্য কালজয়ী গান আজও ভক্তদের মুখে মুখে বেঁচে আছেন তিনি।

আজ, প্রয়াণ দিবসে ভক্তরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করছেন তাদের প্রিয় শিল্পীকে। পারিবারিকভাবে আইয়ুব বাচ্চুর পরিবারও দিনটি উদযাপন করছে ভালোবাসা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে।

রুপালি গিটার থেমে গেছে সাত বছর আগে, কিন্তু তার গিটারের ঝংকার ও মায়া ভরা কণ্ঠ আজও জীবন্ত প্রতিটি সংগীতপ্রেমীর হৃদয়ে।