ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

নায়িকা নূতনের স্বামী আর নেই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৫৫ পিএম
অভিনেত্রী নূতনের স্বামী বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক রুহুল আমিন বাবুল।

ক্যানসারে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক রুহুল আমিন বাবুল। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নূতন নিজেই। স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

স্বাধীনতা পরবর্তী জসিম, আমান, গুই এবং রুহুল আমিন বাবুল মিলে তৈরি করেন একটি ফাইটিং গ্রুপ; যেটা জেম্‌স গ্রুপ নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে সিনেমা তৈরির সময় দৃশ্যধারণের ক্ষেত্রে জেম্‌স গ্রুপ টেকনিক্যাল সহযোগিতা প্রদান করত। শুধু যে তারা অ্যাকশন নিয়ে ব্যস্ত থাকতেন তা নয়, সিনেমা প্রযোজনার ক্ষেত্রেও তারা জনপ্রিয়তা লাভ করেছিলেন।

তাদের প্রযোজিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরুজ’, কাবিনসহ অনেক সিনেমা। ৮০’র দশকে বাংলা সিনেমায় ‘দোস্ত দুশমন’ দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিল। পরবর্তীতে বাবুল এককভাবে এনবি নামে প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন। এই প্রযোজনা সংস্থা থেকে ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ করে ‘আমি সেই মেয়ে’।