ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

‘খালেদা জিয়া শুধু একটি নাম নয়, জাতীয় ঐক‍্যের প্রতীক’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:৫৩ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা ও আসিফ আকবর। ছবি- সংগৃহীত

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে নিজের স্মৃতিগুলো শেয়ার করে লিখেছেন, ‘খালেদা জিয়া শুধু একটি নাম নয়, জাতীয় ঐক‍্যের প্রতীক’। সেই স্মৃতিগুলো গায়কের মনকে অশান্ত করছে বলে এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (০৫ ডিসেম্বর) আসিফ আকবর লেখেন, ‘মুহূর্তে মুহূর্তে মনে হয় ম‍্যাডামের কথা। ম‍্যাডামের সাথে ছোট ছোট স্মৃতিগুলো মনকে অশান্ত করে ফেলে। সারা দেশের মানুষের এত এত আবেগ দেখে নিজেকে শামুকের মতো গুটিয়ে নেই। বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি জাতীয় ঐক‍্যের প্রতীক। প্রাণ উজাড় করে দেশটাকে ভালোবেসেছেন তিনি, এখন দেশ উনাকে উনার প্রাপ্ত সম্মান দিচ্ছে। তবুও কোথায় যেন একটু অতৃপ্তি রয়েই যাচ্ছে!’

তিনি আরও লেখেন, ‘উন্নত চিকিৎসার জন‍্য লন্ডনে যাচ্ছেন ম‍্যাডাম। দেশের রাজনৈতিক ডামাডোলকে ছাপিয়ে বেগম জিয়ার অসুস্থ‍্যতা মূল আলোচনায়, দেশবাসী উৎকণ্ঠিত। রাজনীতির আকাশে উড়ছে বর্ণচোরা বেলুন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুরো দেশ এখন চায়ের দোকান। মাইনাস ফর্মুলার আশঙ্কায় বিএনপি সমর্থকরা ও দেশের মানুষ। চারিদিকে ওৎ পেতে আছে পলাতক পতিত শেয়াল-শকুনের উচ্ছিষ্টগুলো।’

সবশেষে আসিফ আকবর লেখেন, জিয়া পরিবারের ত‍্যাগে সৃষ্টি বিএনপি সমর্থকদের মূল ভরসার জায়গা এই পরিবার। শহীদ জিয়া এবং বেগম জিয়ার অস্তিত্বে ন‍্যুনতম আঁচ সহ‍্য করার জন‍্য প্রস্তুত নয় দেশ। জিয়া পরিবারের দেশপ্রেম ছাপিয়ে কোনো প্রতিবেশী প্রেমীর জায়গা দলে বা দেশে হবে না। এ সমস্ত ষড়যন্ত্রে ফুলস্টপ দিতে প্রয়োজনে হবে আরও একটি জুলাই বিপ্লব।

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া বেঁচে আছেন দেশের মানুষের মনের মনিকোঠায়। ইনশাআল্লাহ্ দ্রুত সুস্থ‍্য হয়ে ফিরে আসবেন দেশের জনগণের পাশে, যেভাবে ছিলেন সবসময়। সুস্থ‍্য হয়ে উঠুন বাংলাদেশ। মজলুম জনতার দোয়া আছে আপনার সাথে।’

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য আগামী রোববার লন্ডনের উদ্দেশ্য বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করবে৷ এরই মধ্যে তাকে নিতে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দেশে এসেছেন। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার।

শুক্রবার (০৫ ডিসেম্বর) কাতার দূতাবাস জানায়, কাতার আমিরের আয়োজনে আগামীকাল (শনিবার, ০৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।