ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

‘হে আল্লাহ, আমার মা খালেদা জিয়ার কষ্ট দূর করুন!’

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:৩০ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনিই আমাদের বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘হে আল্লাহ! আমার মা’র কষ্ট দূর করুন এবং আরোগ্য দান করুন। আমরা তার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লির অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজহারুল ইসলাম।

সোনারগাঁ বিএনপি ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, মো. মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁ বিএনপির যুববিষয়ক সম্পাদক নোবেল মীর, কৃষক দলের আহ্বায়ক ফজলুল হোসেন, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, কাউসার আহমেদ, আলিনুর বেপারী প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায়সংগত অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি কখনো পিছপা হননি, কখনো আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। তার সুস্থতার জন্য আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষই আন্তরিকভাবে দোয়া করছেন।’

তারা আরও বলেন, ‘আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।’

দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।