ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. আব্দুস সালাম

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:১৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-২ আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটল।

মনোনয়ন ঘোষণার খবরে বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈলের ধর্মগড় ও কাশিপুর এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে—শোকরানা দোয়া মাহফিল, দেশনেত্রীর জন্য দোয়া, এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে।

মনোনয়ন পাওয়ার পর ডা. আব্দুস সালাম নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই এলাকার মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈলের ধর্মগড় ও কাশিপুর—প্রতিটি ইউনিয়নের উন্নয়নে আমি কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও যুব কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

স্থানীয় নেতারা জানান, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ডা. আব্দুস সালামের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার মনোনয়নে ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনি লড়াই আরও প্রাণবন্ত হবে বলে তারা আশাবাদী।

মনোনয়ন ঘোষণার পর থেকেই বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈলের ধর্মগড় ও কাশিপুর এলাকায় পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।