টলিউড-বলিউডের মিশেল হয়ে ওঠা দক্ষিণী গ্ল্যামার জুটিকে নিয়ে বহু দিন ধরেই শোনা যাচ্ছে নানা কানাঘুষো। প্রেম, এক সঙ্গে থাকা, ছুটি কাটানোর ছবি- সব মিলিয়ে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডাকে নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। আর এখন সেই গুঞ্জন গিয়ে ঠেকেছে সরাসরি বিয়ের খবরের দোরগোড়ায়।
সূত্রের দাবি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নাকি চার হাত এক হতে চলেছে ‘ডিয়ার কমরেড’ জুটি। সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের আঙুলে জমকালো আংটির ছবি- যা দেখে অনুরাগীদের জল্পনা, ‘এটি কি বাগ্দানের আংটি?’
এই সমস্ত খবর ছড়িয়ে পড়তেই অবশেষে মুখ খুললেন রাশমিকা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’-খ্যাত অভিনেত্রীকে যখন বিয়ের পরিকল্পনা ও গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট বলেন, ‘বিয়ের গুঞ্জনে হ্যাঁ বা না- কোনোটাই বলতে চাই না। সঠিক সময় এলে আমরা সবটাই জানাব।’
অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে জল ঢালতেই চাইছেন এই অভিনেত্রী।
এদিকে আনন্দবাজার সূত্র বলছে, চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে নাকি ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে চুপিসারে সেরে ফেলেছেন বাগ্দান। এমনকি বিজয়ের টিমের দিক থেকেও নাকি এই খবরের আভাস মিলেছিল বলে দাবি সংবাদমাধ্যম মহলের।
আরও শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরেই বসবে রাজকীয় বিয়ের আসর।

