ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেকের দল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৩৪ পিএম
তারেক রহমান। ছবি- সংগৃহীত

অবশেষে দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দল দুটি হলো, তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল এবং জনতার দল। দীর্ঘদিনের অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে ইসি জানিয়েছে, দল দুটি নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পুনরায় তদন্তে দেখা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে দল দুটির কার্যকর কার্যালয় রয়েছে এবং সাংগঠনিক কার্যক্রমও সচল।

ইসি সূত্র আরও জানায়, দল দুটির বিরুদ্ধে কোনো আপত্তি আছে কি না তা যাচাই করতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। কমিশনের অনুমোদন সাপেক্ষে শুক্রবার এই বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এর আগে আরও দুটি দল এনসিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) নিবন্ধন পেয়েছিল। নিবন্ধনের দাবিতে ইসির সামনে টানা ১৩৪ ঘণ্টা অনশন করে আলোচনায় আসেন আমজনতার দলের নেতা তারেক রহমান।