বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, নির্যাতনের চাপে কখনো যাকে দমানো যায়নি, তিনি বেগম খালেদা জিয়া। নিয়মিত নির্যাতন ও নিপীড়নের মাধ্যমেই তাকে অসুস্থ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করছেন। আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে তার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে নতুন কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এ কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে গত রোববার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা স্থিতিশীল, তবে জটিলতা রয়ে গেছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, পাশাপাশি আরও কিছু পুরনো জটিলতা রয়েছে।


