কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ি উদ্ধার করেছে।
বুধবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় কাশিপুর ও অনন্তপুর বিওপি'র বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ি জব্দ করেন।
বিজিবি জানিয়েছে, অভিযানে কোনো চোরাকারবারী আটক হয়নি। তবে চোরাকারবারিদের তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে ভারতীয় মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে কাশিপুর বিওপির বিজিবি সদস্যরা রাত সাড়ে ৮ টার দিকে ধর্মপুর গ্রামের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালান। বাড়িটি তল্লাশি করে ৮০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে রাত পৌনে ১ টার দিকে অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক আরেকটি অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে রামখানা ক্লিনিক মোড় এলাকায় টহলদল অবস্থান নিলে ভারতীয় সীমান্ত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৬৩ পিচ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ইমাম মেহেদী হাসান জানান, ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ৬৩ পিচ শাড়ি উদ্ধার করা হয়েছে। এসবের সিজার মূল্য প্রায় ৩ লাখ ৮৩ হাজার টাকা। চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।


