ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

এভারকেয়ারের পাশের মাঠে সেনাবাহিনীর হেলিকপ্টার অবতরণ-উড্ডয়ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০২:০০ পিএম
ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মোতায়েন করা হয়েছে। এসএসএফের নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে আজ হাসপাতালের কাছে থাকা দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের পরিকল্পনা ছিল।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার হাসপাতালের পাশে পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করেছে।

হেলিকপ্টারটি দুপুর ১টার পর বেশ কয়েকবার ওঠানামা করে। যদিও গতকাল বুধবার সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছিল যে, আজ বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাধারণ জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এই সময় হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। নেতাকর্মীরা হাসপাতালের প্রধান ফটকে কাঁটাতারের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেখানেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের ব্রিফিং হওয়ার কথা ছিল, তবে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত তিনি হাসপাতাল থেকে বের হননি।

হাসপাতালের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে এবং তার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসা শুরু হয়। পরে গত রোববার ভোরে তার অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।