বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার কাতার দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সরকার পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, তিনি বর্তমানে সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন।
খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

