ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর দুমকিতে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৫১ পিএম
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় নবাগত ইউএনও উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রম সহজীকরণ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব প্রশাসন গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমীর মাও. মো. জালাল উদ্দিন, ইসলামী ঐক্যের মাও: আবদুল রব, প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, দপ্তরপ্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিতরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানসংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে সবাই একমত হন।