ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

তাড়াশে পরকীয়া নিয়ে সংঘর্ষ, প্রেমিক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৩২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাই, আমির হোসেন (৪০) ও নুরুল হককে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে।

ঘটনা তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম উত্তরপাড়া এলাকায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশেরগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন (৩৫) এবং পার্শ্ববর্তী কানপুরপাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আয়নাল হক প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে সাকিরুনের বাবা, ভাইসহ প্রতিবেশীরা তাকে আটক করে বেধড়ক মারধর করেন।

এরপর গুরুতর আহত অবস্থায় নিজের স্বজনদের সঙ্গে নিয়ে আয়নাল আবারও সাকিরুনের বাড়িতে গেলে দ্বিতীয় দফা সংঘর্ষ ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ অভিযান চালিয়ে সাকিরুন খাতুনের দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।