কখনোই যে ১২টি কথা টেক্সট মেসেজের মাধ্যমে বলবেন না
জুন ২৮, ২০২৫, ০৯:৪৮ পিএম
টেক্সট মেসেজিং দ্রুত এবং সুবিধাজনক হলেও, সব ধরনের কথোপকথনের জন্য এটি উপযুক্ত নয়। ইমোজি আর সংক্ষিপ্ত বার্তা আমাদের দৈনন্দিন আড্ডার জন্য দারুণ, কিন্তু যখন বিষয়টি হয় গুরুতর, তখন ছোট বার্তায় বলা কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা হতে পারে- মনে হতে পারে অস্পষ্ট, অশ্রুতিমধুর বা সম্পূর্ণ ভুল। দ্বন্দ্ব সামলানো, গভীর আবেগ প্রকাশ করা...