ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

বাসের ধাক্কায় ২ নারী শ্রমিক নিহত, আহত ৭

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:০৫ পিএম
দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে। ছবি- সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) এলাকার পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর কাজিকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোরশেদা বেগম (৩৫) এবং নীলফামারীর দীঘলডাঙ্গী এলাকার সুবাস চন্দ্র রায়ের মেয়ে আদুরী রায় (১৮)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা চার্জার ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহত সবাই ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এর কর্মী ছিলেন।

দশমাইল হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় ভ্যান ও বাসের আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৭ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।