ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

রাতভর মদ খেয়ে মাতলামি র‌্যাকুনের, সকালবেলা পড়ল ধরা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:১১ পিএম
মদের দোকানে অচেতন র‍্যাকুন। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। হুঁশ ফেরার পর র‌্যাকুনটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার আশল্যান্ডের এই মদের দোকান থ্যাংকসগিভিংয়ের কারণে বন্ধ ছিল। আর এই সুযোগেই অযাচিত অনুপ্রবেশ ঘটে র‍্যাকুনটির। দোকানের নিচের তাকে থাকা স্কচ খেয়ে মাতাল হয়ে হুঁশ হারিয়ে ফেলে প্রাণীটি। দোকান কর্মীরা শনিবার কাজে ফিরে দেখেন দোকানজুড়ে ভাঙা বোতল আর মদের ছড়াছড়ি। পরে পুরো বেহুঁশ অবস্থায় র‍্যাকুনটিকে পাওয়া যায়।

প্রাণি নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন জানান, এ ঘটনার পর র‍্যাকুনটিকে হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারে নেওয়া হয়। সেখানে তার হুঁশ ফেরানো হয়। এটির শরীরে কোনো আঘাতের চিহ্ণ মেলেনি। সম্ভাব্য হ্যাংওভারের কারণে র‍্যাকুনটি বেশ কয়েক ঘণ্টা ঘুমিয়ে কাটায়। পরে সুস্থ হলে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

দোকানটির কর্মী মার্টিন জানান, র‍্যাকুনটি ছাদের টাইলস ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর পুরোদস্তুর এক তাণ্ডব চালায় এবং সামনে যা পায় তাই পান করে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। অবশ্য র‍্যাকুনটি কী পরিমাণ মদ খেয়েছে তা নির্ণয় করা যায়নি।