মদ খেয়ে রাতভর মাতলামি র্যাকুনের, সকালবেলা ধরা
ডিসেম্বর ৪, ২০২৫, ১২:১১ পিএম
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে র্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। হুঁশ ফেরার পর র্যাকুনটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার আশল্যান্ডের এই মদের দোকান থ্যাংকসগিভিংয়ের কারণে বন্ধ ছিল। আর এই সুযোগেই...