ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

আবু ত্বহার ফের বিয়ে বৈধ কি না, জানালেন আরেক ইসলামী বক্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৪৪ পিএম
ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।

বিচ্ছেদের এক মাস পর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার। মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন নাহার নিজে।

এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে এই বিয়ে ইসলামসম্মত কি না, সেটা নিয়েই সবার মনে প্রশ্ন।

এ বিষয়ে ইসলামী বক্তা ও প্রিজনার্স রাইট মুভমেন্টের প্রতিষ্ঠাতা আতাউর রহমান বিক্রমপুরী জানান, তাদের বিয়ে সম্পূর্ণ শরিয়তসম্মত।

তিনি বলেন, ‘যেহেতু তাদের মধ্যে ‘খোলা তালাক’ হয়েছিল, তাই স্ত্রী আগের স্বামীর কাছে ফিরে আসতে চাইলে নতুন করে মোহর ধার্য করে যথাযথ সাক্ষীদের উপস্থিতিতে পুনর্বিবাহ করলেই তা বৈধ হয়। এ ক্ষেত্রে ইদ্দত পালন বা অন্য কারও সঙ্গে বিবাহ-তালাকের প্রয়োজন নেই।’

বিয়ের বিষয়ে ফেসবুকে দেওয়া পোস্টে সাবিকুন নাহার লিখেন, হয়তো তাকদিরই তাদের আবার এক করেছে। তিনি আরও জানান, তাদের সন্তান উসমান ও আয়িশা এখন বাবা-মাকে ফিরে পেয়েছে বলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।