ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

সৌদিতে বাংলাদেশসহ ১৬ দেশের অংশগ্রহণে উদ্বোধন হলো অ্যাগ্রোফুড এক্সপো

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৪৫ পিএম
ছবি-রূপালী বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫। আনুষ্ঠানিকভাবে এক্সপোটির উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সউদ বিন আবদুল্লাহ বিন জলাওয়ি। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনীতিকরা, ব্যবসায়িক প্রতিনিধি ও আন্তর্জাতিক প্রদর্শকগণ অংশ নেন।

এবারের মেলায় বাংলাদেশও প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্যাভিলিয়নে পাঁচটি প্রতিষ্ঠান- ঘরের বাজার, গ্লোব সফট ড্রিংক্স লিমিটেড, আগ্রো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লিমিটেড, ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড, ও গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড- দেশের কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী প্রদর্শন করছে। এখানে সফট ড্রিংক্স, মসলা, মধু, এসেপ্টিক ম্যাঙ্গো পাল্প, রেডি-টু-কুক মাছজাত পণ্য এবং বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড দর্শনার্থীদের নজর কাড়েছে।

বাংলাদেশের অংশগ্রহণ বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, জেদ্দা’র সহযোগিতায় সম্ভব হয়েছে। প্যাভিলিয়ন উদ্বোধন করেন সুলতান আল হামিদ, হেড অব গভর্নমেন্ট রিলেশন্স ডিপার্টমেন্ট, জেদ্দা চেম্বার। কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, ‘অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ মধ্যপ্রাচ্যের বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি দেশগুলোর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করবে। বাংলাদেশের অংশগ্রহণ রপ্তানি সম্প্রসারণ ও ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ‘এই এক্সপো মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের একটি বড় সুযোগ সৃষ্টি করবে। দেশীয় কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের আন্তর্জাতিক মান বিশ্বমঞ্চে আরও দৃশ্যমান হবে।’

মেলা ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে, যেখানে থাকবে সেমিনার, পণ্য প্রদর্শনী এবং বি-টু-বি ব্যবসায়িক আলোচনা।