গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মইদুল সর্দার (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাহেব বাজারের শুরের ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ঘটনার আগে বুধবার (৩ ডিসেম্বর) রাতের দিকে মাদক (গাঁজা) সেবন কালে মইদুল ও বেলাল নামে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং এক পক্ষ ইট নিক্ষেপ করলে মইদুলের মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত মইদুল সর্দার একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নজির সর্দারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। এই বিরোধের পরিপ্রেক্ষিতে রাতের সংঘর্ষ ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব বলেন, মৃত্যুর বিষয়টি জানার পর আমরা থানার ওসিকে অবহিত করেছি।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলাল নামের একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


