ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

মাইক্রোচাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০১:৪৪ পিএম
নিহত মাওলানা সামছুল হক। ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মাওলানা সামছুল হক (৫৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর-থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা ও মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। পথিমধ্যে মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।