ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০১:৪৯ পিএম
ডা. শফিকুর রহমান ও সারাহ কুক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফর নিয়েও আলোচনা হয়। সফরের অংশ হিসেবে জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাজ্য সরকারের একজন মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।