ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ভাঙ্গুড়ায় স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার সোনা-রুপা লুট

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:০২ পিএম
স্বর্ণের দোকানে ডাকাতি। ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে পাঁচটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় কোটি টাকার সোনা, রুপা ও নগদ টাকা লুট হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও বাজারের নৈশপ্রহরীরা জানান, ১০ থেকে ১২ জনের একদল ডাকাত অষ্টমনিষা বাজারে এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে।

এরপর তারা বাজারের স্বর্ণকার পট্টির রঞ্জন কর্মকার, উত্তম কর্মকার, তপন কর্মকার, আত্তাব হোসেন ও ইউসুফ আলীর সোনার দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এদের মধ্যে রঞ্জন কর্মকারের দোকানে সিন্ধুক ভাঙতে না পারলে দোকানের উপরে বসবাসকারী রঞ্জন কর্মকারের বাড়িতে হানা দেয়। তারা রঞ্জন কর্মকারের স্ত্রী ও সন্তানদের মারধর করে চাবি ছিনিয়ে নেয় এবং সিন্ধুক থেকে প্রায় ৪০ লাখ টাকার সোনা-রুপা লুট করে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গুড়া থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।