ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

এসএমসির তারকালোক বিক্রয় সম্মেলন জমকালো আয়োজনে অনুষ্ঠিত

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৩৬ পিএম
সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক বিক্রয় প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারে অনুষ্ঠিত হলো সোশ্যাল মার্কেটিং কোম্পানি, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের তারকালোক বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৪-২০২৫। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় হোটেল সি প্যালেসের সম্মেলন কক্ষ রূপ নেয় বর্ণাঢ্য ও জমজমাট পরিবেশে।

‘একসাথে আগামীতে’ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক বিক্রয় প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসএমসি'র চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, কোম্পানির বিভিন্ন ডিভিশনের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএমসি'র চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, গত ৫০ বছর ধরে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এসএমসি। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আনা এবং ডায়রিয়া মহামারি প্রতিরোধে অসামান্য অবদানের জন্য এসএমসি বিশ্বের অন্যতম সোশ্যাল মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। 

সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, আমাদের মূল শক্তি দেশের প্রতিটি বিক্রয় প্রতিনিধি। তাদের শ্রম, দক্ষতা আর প্রতিশ্রুতির কারণেই আমরা প্রতিনিয়ত সামনে এগোচ্ছি।

সম্মেলনে গত অর্থবছরের অর্জন, নতুন বছরের বিক্রয় লক্ষ্য, বাজার সম্প্রসারণ কৌশল ও সেলস অপারেশনের নানা দিক তুলে ধরা হয়। মাঠপর্যায়ের প্রতিনিধিদের মনোবল বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজন করা হয় বিশেষ সেশন।

দিনব্যাপী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেরা পারফরমারদের সম্মাননা প্রদান। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার।

সম্মেলনে জানানো হয়,জনকল্যাণে এসএমসি এন্টারপ্রাইজ ওরস্যালাইন, এসএমসি প্লাস, এসএমসি রুটি, গর্ভনিরোধক বড়ি, স্যানিটারি ন্যাপকিন, স্মাইল বেবি ডায়াপারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক উপাদান তৈরী করছে।

জনস্বাস্থ্যসম্মত কার্যক্রম বিস্তার এবং সামাজিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে কাজ করবে।