ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

তিন সন্তানের জন্য মা খুঁজছেন হিরো আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৩:৩৯ পিএম
হিরো আলম। ছবি- সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জানিয়েছেন, তিনি আর বিয়ে করতে চান না, বরং তার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছেন।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা দরকার। আমি একা তাদের মানুষ করতে পারব না।’

হিরো আলম জানান, তার আগের দুটি বিয়ে টেকেনি। উভয় স্ত্রীই তাকে ব্যবহার করে স্টার হতে চেয়েছিলেন বলে দাবি করেন তিনি।

তার ভাষায়, ‘আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। সেই কারণে সংসারটা আর টেকেনি।’

বর্তমানে কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘নতুন কাজ করতে পারছি না, জীবনে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে। তবে নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি, খুব শিগগির মুক্তি পাবে। আরও কয়েকটি নতুন সিনেমার কথাবার্তাও চলছে।’

এদিকে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তার স্ত্রী রিয়া মনি। লাইভে কাঁদতে কাঁদতে রিয়া দাবি করেন, সংসার চলাকালে হিরো আলম মিথিলা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান, যিনি পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

রিয়া মনি জানান, এসব ঘটনার জেরে তিনি হিরো আলমকে তালাকনামা পাঠান, যা পেয়ে আলম আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি বেঁচে যান এবং রিয়া কিছুদিনের জন্য সংসারে ফিরে আসেন। তবে রিয়া মনি অভিযোগ করেন, ‘হিরো আলম তার চরিত্র পরিবর্তন করেননি, তাই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি।’