২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে ঘরের মাঠে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও বেসরকারি টেলিভিশন নাগরিক টিভিতে সরাসরি উপভোগ করা যাবে সিরিজের প্রতিটি ম্যাচ।
এদিকে টিভির পাশাপাশি অনলাইনেও উপভোগ করা যাবে ওয়ানডে সিরিজ। টি-স্পোর্টস অ্যাপের মাধ্যমে সরাসরি এই ম্যাচগুলো দেখতে পারবেন দর্শক।
সম্প্রতি ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার কারণে আইসিসি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়ায় বাংলাদেশ দলের জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৭ সালের বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এর মধ্যে থাকতে হবে (সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকাকে বাদ দিলে সেরা আটে)। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ভালো ফল করা ছাড়া টাইগারদের সামনে বিকল্প নেই।
এই সিরিজের সব উত্তেজনা মাঠে বসে উপভোগ করার সুযোগও থাকছে ক্রিকেটপ্রেমীদের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই টিকিটের মূল্য ঘোষণা করেছে।
সবচেয়ে কম মূল্যে ৩০০ টাকায়, ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন স্ট্যান্ড ও লাউঞ্জের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত।