ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও হরিপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৪:৪৮ পিএম
হরিপুর থানা। ছবি -সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী নাগর নদীতে গোসল করতে গিয়ে ফারুক হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফারুক হোসেন তার দুই বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফারুক হোসেন হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নীলগাঁও গ্রামের আজিদ আলীর ছেলে। সে বেলুয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, “নাগর নদীতে পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”