ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে ছুরিকাঘাতে জামায়াত কর্মীর মৃত্যু

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১১:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের শান্ত (২৬) নামে এক কর্মী নিহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত ওই গ্রামের হাসনাতের ছেলে। সংগঠনের এক নেতা তার পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। শরীরের অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’

রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’