ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে সিটি পার্কে মিলল মৎস্যজীবীর মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১১:২২ পিএম
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে সিটি পার্ক। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে সিটি পার্কের (সাবেক রাসেল পার্ক) লেক থেকে ৫০ বছর বয়সী এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে দেওভোগ পাক্কা রোডের লেকের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম রিপন সরদার। তিনি বরিশালের উজিরপুরের প্রয়াত জলিল সরদারের ছেলে। নারায়ণগঞ্জ নগরীর তাঁতীপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন রিপন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, রিপন সরদার বড়শি দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে বড়শি নিয়ে বাসা থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।

তিনি আরও বলেন, ‘পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর করেছিলেন। কিন্তু মরদেহটি যেখানে ছিল তা গাছ ও ঝোপঝাড়ে বেষ্টিত থাকায় চোখে পড়েনি।’ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, ‘দূর থেকে আমগাছের নিচে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হয়। পরে লেকপাড়ে নেমে দেখি একজন মানুষের লাশ ভাসছে। আশপাশের মানুষ জড়ো হলে তারা পুলিশকে খবর দেন।’