পটুয়াখালীর দুমকিতে অটোরিকশার নিচে চাপা পড়ে সিয়াম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিয়াম পাশ্ববর্তী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যাত্রীবাহী একটি অটোরিকশা ও বালুবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে রাস্তার পাশের খাঁদে পড়ে যায়। কয়েকজন যাত্রী বের হয়ে আসতে পারলেও সিয়াম গাড়িটির নিচে চাপা পড়ে আটকে যান। পরে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত অটোরিকশা উঠাতে গিয়ে সিয়ামকে দেখতে পান। তাঁকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
-20251210164715.webp)


