ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে জেএসডি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:৫০ পিএম
লক্ষ্মীপুরে জেএসডি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন জেলা শাখার নেতারা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেলা সভাপতি অধ্যাপক মনছুর আহমেদ ও হারুনুর রশিদ বাবুলসহ অন্যরা।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর জেএসডি নেতা তানিয়া রবের জনসভায় যোগ দিতে আসার পথে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় জেএসডির দুই কর্মী গুলিবিদ্ধসহ মোট ১৩ জন আহত হন। অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।